ওবায়দুর রহমান,মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নানা আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই ২০২২) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন মাধ্যমে শুভ সূচনা করা হয়।
বিকেলে উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সাংসদ এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগরের সঞ্চালনায় অন্যান্যেরমধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকো, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হাই মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিনোদপুর ইউপি’র চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, বাবুখালী ইউপি’র চেয়ারম্যান মোঃ মীর সাজ্জাদ আলী, নহাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আলী মিয়া, নহাটা ইউপি’র বর্তমান চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ ও রাজাপুর ইউপি’র চেয়ারম্যান শাখারুল ইসলাম শাকিল সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় কেঁক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Leave a Reply