লেখক : মল্লিকা পারভীন
সেপ্টেম্বর মাসে সেই সাল ছিল তোমার শহরই আমার কাছে পুষ্পিত কানন
তোমার ভালোবাসা, আদর,মায়া করেছিল আমায় মোহিত
সবটুকু ভাবনা জুড়ে খেলা করেছিলে আমার পৃথিবীতে
আমার ভালো লাগার নগরী ছিল,সেই সদ্য নতুন পথ গুলো
চারিদিকে সবুজের সমারোহ প্রতিনিয়ত আমায় মুগ্ধ করত
আকাশ,বাতাস,মাঠ,ঘাট আমার সাথে কথা বলত নতুন বন্ধুর মতো
প্রকৃতি যখন আমায় খুব আপন করে নিলো
ঠিক তখন আমাদের বন্ধন ছিন্ন হতে লাগলো
ছিটকে পড়ল মায়ার বাঁধন, এভাবেই টান পড়তে পড়তে
জমতে থাকলো অভিমানের পাহাড়
এই শহরের ভালোবাসায় আমি পুলকিত
সেই অচেনা পথ, ঘাট আপন সেজে আমায় আঁকড়ে ধরেছে
এখন আমি প্রতিনিয়ত বাস করি সেই আবহাওয়ায় মিশে
তুমি আছো আমার কাছ থেকে খানিকটা দুরে
সেই দিন,মাস প্রতি বছরই আসবে ঘুরে
শুধু স্মৃতি হয়ে দোলা দিবে মস্তিষ্ক জুড়ে
সেই তোমার মায়া, ভালোবাসা আসবে না আর ফিরে।
সেই শহরে হয়তো আমি ও থাকব না একদিন চলে যাব বহুদুরে
চিরচেনা পথ গুলো ভুলে যাবে অন্য পথ ধরে
সেই শহরের মায়া গল্প হয়ে রবে হৃদয় কোণে।
অচেনা হয়ে যাবে বহুদিন পরে
ঝাপসা হয়ে ভাসবে চোখের সামনে।