শাকিলআহমেদ,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার নারায়নপুর গ্রামে বিরোধপূর্ণ গাছ থেকে নারকেল পারাকে কেন্দ্র করে স্বামী - স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়াগেছে।
হামলার ঘটনায় আহতরা হলেন নারায়নপুর গ্রামের মৃত - আকমল মোল্লার ছেলে নূর মোহাম্মদ মোল্লা ( ৫৫ ), ও তার স্ত্রী সেলিনা বেগম (৫০) এবং তাদের ছেলে মোঃ আঃ কাদের মোল্ল্যা(২৫)। এ ঘটনায় আহত নূর মোহম্মদ মোল্লার ছেলে মোঃ আঃ কাদের মোল্ল্যা বাদী হয়ে তিনজনকে আসামী করে নড়াইল সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাযায়,বাদী এবং অভিযুক্তরা একই বংশীয়, বাদী ও অভিযুক্তদের সাথে জমা জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল, এই বিরোধের সূত্রধরে অভিযুক্ত ১। মোহাম্মদ আলী (৩৮) পিতা - ফারুক মোল্যা,২।ফারুক মোল্লা (৬০), পিতা- মৃত আকমল মোল্ল্যা, ও ৩। অন্তর মোল্ল্যা, পিতা - মহাম্মদ আলী গত ৩০/০৭/২০২২ ইং সকাল ১০ টার দিকে জোড়পূর্বক বাদীর পিতার লাগানো দখলে থাকা একটি নারকেল গাছ থেকে নারকেল পারতে থাকে। বাদীর বাবা ও মা তাদের বাধাদিতে গেলে অভিযুক্তদের সাথে তাদের বাগ বিতন্ডা হয়। এসময় অভিযুক্তরা নূর মোহাম্মদ মোল্ল্যা ও তার স্ত্রী সেলিনা বেগম কে লোহার শাবল দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্নক জখম করে। বাদী পিতা মাতার চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা তাকেও মারধর করে আহত করে।
একপর্যায়ে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থলে আসতে শুরু করলে অভিযুক্তরা চলে যায়।
সাথেই সাথেই উপস্থিত লোকজন জখমীদের নিয়ে নড়াইল সদর হাসপাতালে এনে ভর্তি করে,
এ বিষয়ে এজাহার দায়েরকারী মোঃ আঃ কাদের মোল্ল্যা এ প্রতিবেদক কে জানান, আমার বাবা, মা দুই জনই বয়স্ক মানুষ। অভিযুক্তরা দির্ঘদিন ধরে আমাদের হুমকি ধামকি দিয়ে আসছিল। গতকালকে তারা মারধর করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত ভাবেই গাছ থেকে নারকেল পারতে যায়, এবং আমার বাবা, মা নারকেল পারতে নিষেধ করলে তারা তাদের উপর হামলে করে গুরুতর জখম করে, আমার বাবা, মা দুই জনই নড়াইল সদর হাসপাতালে চিকাৎসাধীন আছেন। আমার মায়ের হাত ভেঙ্গে গেছে, বাবার অবস্থাও ভাল না, প্রায় ২৪ ঘন্টা হয়েছে থানায় এজাহার দায়ের করেছি, এখনও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ । অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে এবং হুমকি দিচ্ছে। আমি নড়াইলের পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানাচ্ছি।