ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২২” পেয়েছেন ঠাকুরগাঁওয়ের নুরুল হুদা। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এ্যাওয়ার্ড কমিটি। এ সময় পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি মানপত্র, মাদারের ছবিসহ একটি স্মারক, উত্তরীয়।
নুরুল হুদা ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মজিবর রহমান ও ফাতেমা বেগমে ছেলে। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নুরুল হুদা দ্বিতীয়। ৯ মে ১৯৬৯ সালে জন্ম গ্রহণ করেন তিনি। হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, সুগার মিল উচ্চ বিদ্যালয় থেকে ৮ম, মথুরাপুর পাবলিক হাই স্কুল থেকে এসএসসি, ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি ও ¯œাতক শেষ করে জগন্নাথ বিশ্ব বিদ্যালয় থেকে ডিগ্রী অজর্ন করেন।
ছাত্র জীবনে রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। ২০১২ সালে ইউনয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে নির্বাচনের মাধ্যমে এখন পর্যন্ত সেই দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি কমিউনিটি পুলিশিং এর রহিমানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে অর্জন করেছেন কমিউনিটি পুলিশিং এর জেলা পর্যায়ে সম্মননা। এ ছাড়াও তিনি একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
নুরুল হুদা বলেন, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এ্যাওয়ার্ড কমিটির প্রতি কৃতজ্ঞ। সারা দেশে ৩৫ জনের মধ্যে আমাকেও সম্মাননা দেওয়া হয়েছে। সময় পেলেই নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করে আসছি। যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ্।
Leave a Reply