বুলবুল হাসান, বেড়া পাবনা প্রতিনিধি : এবার অবৈধ বালুর গদিতে ম্যাজিস্ট্রেট রিজু তামান্না অভিযান চালিয়েছেন। রবিবার ৩১ জুলাই সন্ধ্যায় বেড়া উপজেলার পাইকখন্দ এলাকায় বেড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ সবুর আলী নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে বেড়া মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ৩ টি মামলায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৫ জনকে আটক করা হয়। আটক কৃতরা হলো (১) ফরাজ (২)বাবুল (৩) আলীম (৪)মেজর (৫) রাসেল। আটক ৫ জনকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে প্রত্যেককে ০১মাসের বিনাশ্রম কারাদণ্ড সেইসাথে পঞ্চাশ হাজার টাকা করে মোট ১৫০০০০ /=এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড উভয় দন্ড প্রদান করা হয়।
এলাকাবাসী ও যৌথ অভিযান সুএে জানা যায় এক টি মহল দীর্ঘ দিন যাবৎ নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে ৫ জনকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে অভিযুক্ত করা হয়।
এ সময় সহকারী কমিশনার ভুমি রিজু তামান্না বলেন অবৈধ বালু উত্তোলনকারীরা যতই ক্ষমতাশালীই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যহত থাকবে।
এ সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী বলেন নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমি একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছি। যেভাবেই হোক অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে রাস্ট্রীয় সম্পদ রক্ষার্থে। এদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
Leave a Reply