মোঃ জুলহাস উদ্দিন হিরো,শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতী - গরুচরনদুধনই রাস্তার ফুলহাড়িতে কালভার্ট ভেঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঝিনাইগাতী থেকে গুরুচরন দুধনই পর্যন্ত এলজিইডির ১১ কিলোমিটার রাস্তা। এপথে প্রতিদিন শতশত মানুষ ও নানা ধরনের যান চলাচল করে থাকে। কিন্তু গত প্রায় দুই মাস পুর্বে ভারি যানবাহনের চাপে কালভার্টটির মাঝ খানে কিছু অংশ ভেঙ্গে যায়।
পরে এলজিইডির পক্ষ থেকে ভাঙ্গা অংশ জোড়াতালি দিয়ে চালানোর চেষ্টা করা হয়। তাতে কোনই কাজে আসেনি। যানবাহনের চাপে আবারো ভেঙ্গে যায় কালভার্টের অংশ। ফলে এ পথে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের মতে যে কোন সময় বন্ধ হয়ে পরতে পারে এ পথে যাতায়াত ব্যবস্থা। ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, উক্ত স্থানে নতুন করে একটি কালভার্ট প্রয়োজন। এব্যাপারে নকশা তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রস্তাব প্রেরন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই দ্রুত কাজ করা হবে।