ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গ্রেফতারের আতঙ্কে এখন পুরুষ শূন্য ভাংবাড়ি মহেশপুর গ্রাম। নির্বাচনী সহিংসতার ঘটনায় অজ্ঞাতদের নামে মামলা হওয়ার পর গ্রামের অধিকাংশ পুরুষ বাড়ি ছেড়েছেন। তবে, পুলিশ বলছে, অকারণে কাউকে হয়রানি করা হচ্ছে না।
জনমানবহীন শুনশান পুরো এলাকা। কোন গাড়ি দেখলেই পালিয়ে যাচ্ছেন নারী ও শিশুরা। চিত্রটি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভাংবাড়ী মহেশপুর গ্রামের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পুলিশ বাদী হয়ে অজ্ঞাত প্রায় ৮শত জনের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করে।
এরপর থেকেই গ্রেফতার আতঙ্কে ভাংবাড়ি মহেশপুর গ্রাম পুরুষ শূন্য হয়ে যায়। বাড়িতে আয় রোজগারের কোন মানুষ না থাকায় বিপাকে পড়েছেন গৃহবধূরা। আতঙ্কে দিন কাটছে পুরো গ্রামের।
তবে, কোন নির্দোষ মানুষকে হয়রানি করা হবে না বলে আশ্বাস দিলেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল।
এদিকে, ঘটনার তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
গত ২৭শে জুলাই বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুঁড়লে মায়ের কোলে থাকা সুমাইয়া আক্তার আয়শা নামে এক শিশু নিহত হয়।
Leave a Reply