বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি :
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও বেশি জোড়ালো এবং নিয়মিত করতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রম কঠোরভাবে শুরু হতে যাচ্ছে। জেলা প্রশাসক প্রতিষ্ঠান পরিদর্শনকে আরও বেশি সক্রিয় করতে নির্দেশনা প্রদান করেছে।জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলোতে পরিদর্শন ও তদারকি জোরদার করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে দেশের সাড়ে পাঁচশতাধিক ডিসি এবং ইউএনও ৩৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও তদারকির দায়িত্ব পেলেন।
বর্তমানে সরকারি হাইস্কুল, কলেজ ও মাদরাসার প্রধান পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা রয়েছেন।
সোমবার বিকেলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, গত ২৮ জুলাই বিভাগ থেকে ডিসি ও ইউএনওদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তদারকি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারকি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জানা যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারকি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করতে ডিসি ও ইউএনওদের অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply