(পটুয়াখালী) রাঙ্গাবালী প্রতিনিধিঃ
প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অনাবৃষ্টিতে কৃষি মাঠ একেবারেই শুকিয়ে গেছে। অসহায় কৃষকদের চোখে মুখে বিষন্নতার ছাপ,
ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রাঙ্গাবালীর কৃষক।
চলতি ভরা মৌসুমে রাঙ্গাবালীর ৬ টি ইউনিয়ন আমন আবাদ এর প্রায় ২৮ হাজার ২৭৮ হেক্টর জমি অনাবৃষ্টি জনিত কারনে বিপর্যয়ের মুখে।
ভরা মৌসুমে এখন প্রতিটি কৃষি জমিতে আমন আবাদ শুরু করার কথা কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কৃষকের নরভরে অবস্থা।
এমন অবস্থা তে বৃষ্টির জন্য আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলা বাহেরচর ঈদগাহ মাঠে ইস্তিসকার নামজ ও বিশেষ দোয়া মোনাজাত এর আয়োজন করে স্থানীয়
লোকজন ও ধর্মপ্রান মুসল্লীরা।
জানা যায়,অনেক বীজতলা একেবারে ই রোপনের অযোগ্য হয়ে পরেছে,বাকি বীজতলা পাওয়ার মাম্পের সাহায্যে সেচ দেওয়া হচ্ছে।
স্থানীয় কৃষকদের মতেঃ বর্ষা মৌসুমে এখন বৃষ্টি হবার কথা, এখন আমন আবাদ এর সঠিক সময় কিন্তু প্রাকৃতিক বিপর্যে বৃষ্টি না হওয়ার ফলে আমরা হুমকির মুখে।
মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে এতে চাষাবাদ করা সম্ভব না।
তীব্র খরায় ফসল উৎপাদন নিয়া দুশ্চিন্তায় পড়েছি আমরা।
Leave a Reply