রিপোর্টঃশিমুল মাহমুদ
কবি নজরুল সরকারি কলেজ ইতিহাস চর্চা ও গবেষণা ক্লাবের আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন,কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রিমা শাহা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি নজরুল সরকারি কলেজের প্রভাষক রতন সরকার।সভায় আরও উপস্থিত ছিলেন ইতিহাস চর্চা ও গবেষণা ক্লাবের আহ্বায়ক মোঃ শিমুল মাহমুদ, সদস্য সচিব আরাফাত রহমান রিয়াজ,যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান,যুগ্ম-আহবায়ক আফিয়া আফরোজ দিবা,যুগ্ম-আহ্বায়ক সিফাত সদস্য সুপ্তি,মুনা,রিন্টু এবং অন্যন্য শিক্ষার্থীবৃন্দ।সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেরন ইতিহাস চর্চা ও গবেষণা ক্লাবের সিঃ যুগ্ম-আহবায়ক জাকারিয়া বারী।সভায়
প্রধান অতিথি রিমা শাহা তার বক্তব্যে ক্লাবের সফলতা কামনার পাশাপাশি ক্লাবকে সহায়তা করার পূর্ণপ্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন সহশিক্ষা কার্যক্রমের অংশহিসেবে এই ক্লাব শিক্ষার্থীদেরকে ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
বিশেষ অতিথি রতন সরকার তার বক্তব্যে শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রমের নানা উপকারিতা তুলে ধরেন।তিনি তার দিকনির্দেশনা মূলক বক্তব্যে ক্লাবের সফলতার পন্থা বিশ্লেষণ করেন। শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার নিয়ে সচেতন হওয়া আহবান জানান।
আহ্বায়ক শিমুল মাহমুদ তার বক্তব্যের শুরুতে সকলকে শুভেচ্ছা জানায় এবং ক্লাবের সূচনালগ্ন থেকে বর্তমান অবধি কার্যক্রমের বর্ণনা করেন এবং
সদস্যসচিব আরাফাত রহমান রিয়াজ তার বক্তব্যে ক্লাবের ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে ধারণা দেন।