ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরায় একই দিনে তিন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ০২/০৮/২২তারিখ ৩ ঘটিকায় মাগুরা সদরের গোপালগ্রাম ইউপির বাহারবাগ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব গ্রুপ ও বর্তমান চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ঘুল্লিয়া বাজার থেকে মিলন গ্রুপের আমিনুর বাড়ীতে ফেরারা সময় রাজিব গ্রুপের কয়েকজনে সাথে বাকবিতন্ডা হয়, এর এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়, এ ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, শড়কি,রমদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আশোক বিশ্বাস (৫৫)তুহিন(৩০)ছলিম(৬০)ফরিদ (৫৫)মন্টু (৪৮)আমিনুর(২৬)সাদ্দাম (৩২)জালাল(৪৫)তৌহিদুল(২৫)শরিফুল (৪০)রউফ (৪৫)রেজাউল (৪৫) এবং সাবেক নাজমুল সহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মাগুরা মেডিকেল কলেজ হাঁসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সংঘর্ষের সময় ইদ্রিস, রব্বানী, মিজানুর,বাকু,জিয়া,বাদশা,ভুট্টো, মনিরুল,জাহিদ,উজ্জ্বল,মন্টু,খাইরুল,আশোক,স্বপন,ঝড়ু,বিরাজের বাড়ীসহ ২৫টি বাড়ীতে ভাংচুর চালানো হয়েছে।
খবর পেয়ে শত্রুজিৎপুর ফাঁড়ি ও মাগুরা সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,এবং সেখানে পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করে রাখা হয়।অপরদিকে একই উপজেলা চাউলিয়া ইউপির গোবিন্দ্রপুরে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে, এসময় বেশ কয়েকটি বাড়ী ভাংচুর ও ১৫ আহতের খবর পাওয়া গেছে। অপরদিকে মহম্মদপুর উপজেলার বালিদিয়ায় ইউপির মৌশা গ্রামে সাবেক চেয়ারম্যান পান্নু গ্রুপ ও বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান মিনাহ গ্রুপের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এসময় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানাগেছে।