সুনামগঞ্জ প্রতিনিধি,,
নিজের জালে ফেঁসে গেলেন মাসুদ, বললেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন।
আব্দুল্লাহ-আল মাসুদ ব্যবসাহিক সূত্র ধরে কয়লা ও পাথর ব্যবসায়ী মেসার্স তামান্না এন্টারপ্রাইজ প্রোপাইটার রিয়াজ উদ্দীন কে মিথ্যা মামলা ও
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রপত্রিকায় অপপ্রচার ও সম্মান সম্মানহানি করেন।
জানান বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স তামান্না এন্টারপ্রাইজ প্রোপাইটার রিয়াজ উদ্দিন।
এ বিষয়টি নিয়ে
বিশিষ্ট কয়লা ও পাথর ব্যবসায়ী মেসার্স তামান্না এন্টারপ্রাইজ প্রোপাইটার রিয়াজ উদ্দিন ২০২১সালে
মাননীয় সাইবার ট্রাইব্যুনাল সিলেট ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ২০১৮ এর ২৫,২৬,২৯ ও ৩৫ ধারাঃ তিনজন আসামি দিয়ে মামলাটি করেন।
(৪ ই) আগস্ট রোজ বৃহস্পতিবার আসামি আদালতে হাজিরা দিতে গেলে ১নং আসামি আব্দুল্লাহ-আল মাসুদ কে জামিন না দিয়ে আদালত জেল কারাগারের নির্দেশ দেন।
বাকি দুইজন আসামি এখন পলাতক।
১নং আসামী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্তর্গত ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত ডাঃ ইউনুস আলীর বড় ছেলে আব্দুল্লাহ-আল মাসুদ।