মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দূর্নীতি দমন কমিশন এর কমিশনার (অনুসন্ধান) ডঃ মোঃ মোজাম্মেল হক খানের সাথে চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার কর্মকর্তাবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার,বিকেলে বন্দর রেস্ট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনপিপি,বিসিজিএমএস,এনডিসি,পিএসসি,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মামুনুর রশিদ,বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মোঃ শাহীন রাজু, এলটি ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম) মশিউর রহমান, এলটি।
সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার কমিশনার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার সম্পাদক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ পারসোনেল অফিসার মোহাম্মদ আজিজুল মওলা।
সভায় আরো উপস্থিত ছিল বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার সহ সভাপতিগন, সহকারী জেলা কমিশনারগন, জেলা কাব লিডার, জেলা স্কাউট লিডার, জেলা রোভার লিডার, জেলা কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদক, স্কাউটার প্রতিনিধি, সহযোজিত সদস্য, অডিটর, জেলার সকল গ্রুপের সভাপতি সম্পাদকগন, বিভিন্ন দলের এডাল্ট লিডার ও রোভার সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ প্ল্যানিং মোঃ মাহবুব মোরশেদ চৌধুরী।
সভার শুরুতে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার সভাপতি মোঃ মাহবুব মোরশেদ চৌধুরী ও কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইমাম ফুল দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে বরণ করে নেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দূর্নীতি দমন কমিশন এর কমিশনার (অনুসন্ধান) ডঃ মোঃ মোজাম্মেল হক খান স্কাউটিং সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।