লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ তথ্য জানান।
সিফাত ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্স বিভাগের শিক্ষার্থী। তার জন্ম কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন এর সাজাই এলাকায়।
সিফাত ভূইয়া রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসি পাশ করে ২০১৫-১৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্স বিভাগে ভর্তি হন। তিনি সংকটকালীন সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন সবসময়।এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাষ্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সিফাত ভূঁইয়া কে সহ সম্পাদক ঘোষনা করার পর থেকেই তার নিজ মাতৃভূমি রাজিবপুরে চলছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে রাজিবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক খোকনুজ্জামান শাহিন বলেন, রাজিবপুর উপজেলা ছাত্রলীগ অত্যন্ত আনন্দিত। সিফাত ওর যোগ্য সম্মান পেয়েছে। সিফাত স্কুল জীবনে আমাদের সাথে সক্রিয় ভাবে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলো। আমি বিশ্বাস করি মুজিব আদর্শ ধারণ করে আমৃত্যু সঠিক নেতৃত্ব দিয়ে ছাত্রলীগ তথা আওয়ামী রাজনীতি বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিফাত।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নব নির্বাচিত সহ-সম্পাদক সিফাত ভূঁইয়া,বলেন, বঙ্গবন্ধুর আর্দশ ধারন করে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সর্বদা। বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে সাদামাটা জীবন যাপনে বিশ্বাসী হতে চাই। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের কর্মী এটা আমার জীবনের সবচাইতে বড় পরিচয়। মানবতার মা, বিশ্ব শান্তির অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা সচেষ্ট থাকবো।