আশিকুল ইসলাম মিথুন,চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ
শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যশোরের চৌগাছা উপজেলা যুবলীগ। সে অনুযায়ি বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটির নেতা কর্মীরা। শনিবার (৬ আগস্ট) উপজেলা যুবলীগ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়ের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্র ঘোষিত এসব কর্মসূচি ঘোষণা করেন। এসময় উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচির আলোকে ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
গতকাল (৬আগষ্ট) দুপুরে উপজেলা চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে পবিত্র কোরআন খতম, দোয়া ও অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন।
ছাত্রলীগ নেতা এইচ এম ফিরজের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান,পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল কবীর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শেখ আদিলুর রহমান হিরা।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান,সদস্য প্রভাষক খালেদুর রহমান, প্রভাষক হারুন অর রশিদ, মোমিনুর রহমান, নিতাই সরকার, নুর মোহাম্মদ, হাসেম আলী, আসিফ ইকবল ভুট্ট, শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, ছাত্রনেতা লিখন হাসান প্রমুখ।
একই দিন বিকেলে উপজেলা যুবলীগের নেতৃত্বে সকল নেতা কর্মীদের সাথে নিয়ে থানা চত্ত্বরসহ পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের আঙ্গিনায় ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন ও পথচারীদের মধ্যে চারা বিতরণ কর্মসুচি পালন করেন।
কর্মসূচি প্রসঙ্গে উপজেলার যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয় জানান, আগস্ট মাসব্যাপী যুবলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি পালনের জন্য চৌগাছা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সর্বস্তরের যুবলীগের নেতাকর্মীদের জানানো হয়েছে। সকল নেতা কর্মীদের সাথে যথাযোগ্য মর্যাদার সাথে এসব কর্মসূচি পালন করা হবে।