বুলবুল হাসান, বেড়া পাবনা প্রতিনিধি :
পবিত্র আশুরা পাক বড় হুজুর পাক কেবলা পরিচালিত সাইয়্যেদুশ শোহাদা শহীদে কারবালা ইমামে আলী মাকাম হয়রত ইমাম হোসেন (আঃ) এর ১০ই মহরম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক মিছিল বকচর বাঁশতলা মসজিদুল কাদরীয়া থেকে মিছিল বের হয়ে নতুন ভারেঙ্গা সোনাপদ্মা রাকসা বক্তারপুর হয়ে পুনরায় মসজিদুল কাদরীয়াতে এসে মিছিল শেষ হয়।
শোক মিছিল শেষে বক্তব্য প্রদান করেন মাওলানা ইকরামুল হোসেন এবং মসজিদুল কাদরীয়ায় পেশ ইমাম মাহফুজ হোসেন।
এ সময় মসজিদুল কাদরীয়ায় পেশ ইমাম মাহফুজ হোসেন বলেন মহররম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস। এই দিনে অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামের শেষ নবি হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় মর্মান্তিকভাবে শাহাদতবরণ করেন। বিশ্বের মুসলমানদের কাছে দিনটি একদিকে যেমন শোকের তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল।
মসজিদুল কাদেরীয়ার সভাপতি মোঃ দেলোয়ার রসুল (ফরিদ) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এই গ্রামের মানুষ আশুরার দিনে শোক মিছিল বের করে।
শোক র্যালী শেষে স্থানীয় মসজিদুল কাদরীয়া মসজিদ মাঠে ইমাম হোসাইনের স্মরণে কিছু সময় হায় হোসাইন হায় হোসাইন বলে মাতম করা হয়। পরে কারবালা প্রান্তরের শহীদানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরন করা হয়।
Leave a Reply