সুমন খন্দকার, ইসলামপুর(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯আগষ্ট) কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মোঃ ফরিদুল হক খান দুলাল’ এমপি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠায় ১৩ বছর জেল খেটেছেন। তাকে পাকিস্তান সরকার বিনা দোষে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফাঁসি দিতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রতি জনসমর্থনে ভীত হয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। অথচ বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশকে যারা মেনে নিতে পারেন নি তারাই বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ আরো আগেই উন্নত দেশে পরিণত হত।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাছের, যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম দুলাল
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী ও মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া।
পরে বঙ্গবন্ধু ও ১৫ ই আগষ্ট নিহত সকল শহীদদের আত্বার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।
০৯-০৮-২২