কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলায় কর্মরত দৈনিক করতোয়ার সংবাদদাতাওদৈনিক নাগরিক ভাবনার স্টাফরিপোটার সাংবাদিক মামুন রশিদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় ‘অপরাধ বিচিত্রা’ নামের একটি ফেসবুক এ্যাকাউন্ট হোল্ডারের নামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদ্বার থানায় অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে সাংবাদিক মামুন রশিদ বলেন, আমার বিরুদ্ধে ফেসবুকে নামে বেনামে ফেক আইডি খুলে একটি কুচক্রী মহল হেয় করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।আমি প্রায় দীর্ঘ দিন ধরে দৈনিক করতোয়া ও নাগরিক ভাবনা পত্রিকায় কর্মরত রয়েছি।
বিভিন্ন সময় তিনি দূর্নীতি, মাদকসহ নানা রির্পোট প্রকাশ করেছেন। এতে করে কুচক্রীমহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সমাজে আমার গ্রহন যোগ্যতা বিনষ্ট করতে এমন ষড়যন্ত্র করছে।
জানা যায়, গত ৯ আগষ্ট মঙ্গলবার সকালে অপরাধ বিচিত্রা নামে একটি ফেসবুক একাউন্ট থেকে নানা রকম অসত্য তথ্য ও কুরুচিপূর্ণ মন্তব্য লিখে অপপ্রচার চালায়।
এব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।