আবু সাঈদ (স্পেশাল করসপনডেন্ট)
আজ, ১০ আগষ্ট ২০২২, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে, ইংরেজি বিভাগ এর "Debate & Public Speaking Club ll Department of English, NUB" কর্তৃক আয়োজিত "আন্তঃ-বিভাগীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা"-র ৩য় এবং ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
দিনের ১ম রাউন্ডে ইংরেজি বিভাগের পক্ষ থেকে "Team Smarticles" এবং আইন বিভাগের পক্ষ হতে "Team Flame of Law" প্রতিদ্বন্দ্বিতা করে।তাদের আজকের বিতর্কের বিষয়বস্তু ছিল "বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি যৌক্তিক" ৷ উভয় দলের পক্ষ থেকে অসাধারন এবং উপভোগ্য বিতর্ক উপস্থাপনের পর সম্মানিত বিচারকগনের বিচক্ষণ বিচারে ইংরেজি বিভাগের "Team Smarticles " জয় লাভ করে। উক্ত রাউন্ডে সেরা বক্তা হয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য তথা "Team Smarticles" এর সুমন সিকদার।
দিনের ২য় রাউন্ডে ছিল ব্যাবসায় বিভাগের "Team Matrix" এবং সি এস সি বিভাগের দল "Team Python".তাদের বিষয়বস্তু ছিল "এই সংসদ মনে করে মহাসড়কে অপমৃত্যু ঠেকাতে মোটরসাইকেল নিষিদ্ধ করা যথাযথ উদ্যোগ"। "Team Python" তাদের প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দেয় এবং বিচারকগন বিজয়ী ঘোষণা দেন "Team Matrix" কে৷
আমাদের ক্লাব এর পক্ষ থেকে বিজয়ী দলকে এবং সেরা বক্তা কে অভিনন্দন ও শুভেচ্ছা।