সুমন খন্দকার,ইসলামপুর, জামালপুরঃ
জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের পাকা রাস্তা নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। বৃহস্পতিবার এলজিইডি বাস্তবায়নে ২কোটি ৯৪লাখ টাকা ব্যয়ে উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা পাকা রাস্তা হতে ফকিরপাড়া হয়ে পশ্চিমপাড়া পাকা রাস্তা পর্যন্ত এবং ফকির পাড়ার পিছন দিয়ে কেলগাছা মানিক মিয়ার বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।
এ উপলক্ষে ধণতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ সরকারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, আবদুর রাজ্জাক লাল মিয়া,হাবিবুর ররহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,খলিলুর রহমান,যুবলীগ সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,ছাত্রলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মিয়া বক্তব্য রাখেন।
চেয়ারম্যান আঃ মালেকের সঞ্চালনায় এতে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।