আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় তালেবানের শীর্ষ ধর্মীয় নেতা রহিমুল্লাহ হাক্কানি নিহত হয়েছেন। তালেবান ও সরকারি কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার হামলাকারী একটি প্লাস্টিকের কৃত্রিম পায়ে লুকিয়ে রাখা বোমা কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটায়। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
বৃহস্পতিবার ঘটনার তদন্ত শুরু করেছে তালেবান পুলিশ। গত বছর ক্ষমতা নেয়ার পর নারী ও মেয়ে শিশুদের পড়াশোনায় নিষেধাজ্ঞা দেয় তালেবান। সম্প্রতি নারী শিক্ষার পক্ষে প্রকাশ্যেই কথা বলেন রহিমুল্লাহ। এর আগে অন্তত দুইবার তাকে হত্যার চেষ্টা করা হয়।
শেখ রহিমুল্লাহ হাক্কানি ছিলেন আফগান তালেবান সরকারের সমর্থক এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের (আইএস-কে) ঘোর সমালোচক। আইএস-কে জঙ্গিগোষ্ঠী আইএস এর আঞ্চলিক শাখা। এই শাখা আফগানিস্তানে সক্রিয় এবং তারা তালেবান শাসনের বিরোধী।
তার মৃত্যুতে আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র বিলাল করিমি বলেছেন, “খুবই দুঃখের সংবাদ এই যে, সম্মানিত ধর্মীয় গুরু (শেখ রহিমুল্লাহ হাক্কানি) শত্রুদের কাপুরুষোচিত হামলায় শহীদ হয়েছেন। আফগানিস্তান ইসলামিক আমিরাতের জন্য এ এক অপূরণীয় ক্ষতি।”
হামলার পেছনে কারা জড়িত তা জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
গত আগস্টে আফগানিস্তানের দখল নেয় তালেবান। তারপর থেকে এই এক বছরে শেখ হাক্কানিই সর্বোচ্চ পর্যায়ের তালেবান নেতা, যার মৃত্যু হল বোমা হামলায়।