সুমন ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
“মানবতার টানে আমরা আছি রক্ত দানে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মামুর বাড়ির উদ্যোগে ফ্রী রক্ত গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করণ কর্ম সূচীর আয়োজন করা হয় ।
ডাক্তার মোঃ ইস্রাফিল আহাম্মেদ এর সভাপতিত্বে ১২ আগষ্ট শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গড়েয়া তরুণ সমাজের অফিসের সামনে এই কর্ম সূচী চলে। প্রায় পাঁচশত জনের বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়েয়া ব্যবসায়ী মালিক সমিতির সহ সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সমাজের সভাপতি এনামুল ইসলাম শান্ত। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আকতারুল ইসলাম আকতার, গড়েয়া তরুণ সমাজ স্বেচ্ছা সেবক সংগঠনে সাধারণ সম্পাদক ও সমাজ সেবক মামুনুর রশীদ মিল্টন, সমাজ সেবক মকছেদুল ইসলাম।
এসময় গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান (দুলাল) মামুর বাড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গড়েয়া বাসীর পক্ষ থেকে মামুর বাড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের এ উদ্দ্যোগ কে স্বাগত জানাই তোমরাই পারবা ছেলে মেয়েদের ভালো কাজে নিয়োজিত করে সমাজের এই সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে।
ফ্রী রক্তগ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত করণ কর্মসূচীতে মামুর বাড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের এডমিন; রাকিব হাসান সোহাগ,শাওন ভৌমিক, সঞ্জয় রায়, কামরুজ্জামান রিফাত, মিজান খান এবং মডারেটর; রিংকি আক্তার, শৈশব, রবিউল, মিরাজ, হরিশ, শামিম সহ সকল সদস্য, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
Leave a Reply