নিউজ ডেস্ক :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভরা মৌসুমে হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে ইলিশের বাজার। বরিশালের ইলিশ মোকামগুলোতে প্রকারভেদে প্রতিমণের দাম বেড়েছে প্রায় ৫ হাজার টাকা।
ব্যবসায়ীরা বলছেন, খরচ বাড়ায় সাগরে নৌকা কম যাওয়ায় মোকামগুলোতে ইলিশ আসছে কম। এর প্রভাব পড়ছে ইলিশের বাজারে।
চন্দমোহন, বেলতলা ও পোর্টরোডের ইলিশ মোকামগুলোতে কিছুদিন আগে চার থেকে ৫শ গ্রাম ওজনের ইলিশ মণ প্রতি ২৬ হাজার টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩১ হাজার টাকায়। এক কেজির ইলিশের দাম ৫৫ হাজার টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ হাজারে। একই ভাবে ৮৫ হাজার টাকা দরের বড় আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে লাখ টাকা মণ দরে।
আড়তদাররা বলছেন, একটি নৌকা সাগরে যেতে আসতে তেল খরচ হয় ১৭ ব্যারেল। জ্বালানি তেলের দাম বাড়ায় বর্তমানে প্রতি ব্যারেলে গুনতে হচ্ছে বাড়তি ৭ হাজার টাকা। এর প্রভাব পড়েছে মাছের দামে।
বরিশালেই খুচরা বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৩০ টাকা বাড়তি। জেলা থেকে ঢাকা, বগুড়া, রাজশাহীসহ দেশের অন্যান্য জেলায় পাঠাতে খরচ বাড়ছে আরো।
বরিশাল থেকে সাধারণত প্রতিদিন ২০টি নৌকা সাগরে মাছ ধরতে গেলেও তেলের দাম বাড়ার পর থেকে সে সংখ্যা কমে এসেছে। জেলেরা বলছেন, ইলিশ প্রাপ্তি ও খরচের মধ্যে বিশাল ব্যবধান হওয়ায় লোকসানের ঝুঁকিতে পড়ছেন তারা।
গত তিনদিন ধরে বরিশালের তিন মোকামে গড়ে সর্বোচ্চ দেড়শ মণ ইলিশ এসেছে। গতবার বছরের এ সময় তা ছিল প্রায় সাড়ে চারশ মণ।