নিউজ ডেস্ক :
ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০
জ্বালানি তেলসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে এখনো সংঘর্ষ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে শহরের ইসলামপুর রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল ও যুবদল। মিছিলটি শহরের প্রধান সড়কে উঠতেই ছাত্রলীগ বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল ছুটতে শুরু করে। এতে অন্তত ১০ জন আহত হন।
তাৎক্ষণিকভাবে পুলিশসহ ছাত্রদল-ছাত্রলীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।