সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান বলেছেন, স্বাস্থ্য সেবা এখন জনগণের হাতের নাগালেই। সরকার স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতেই দেশে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম পরিচালনা করছেন। করোনাকালীন সময়ে শেখ হাসিনা সরকারের টীকাদান কার্যক্রম সফল হওয়ায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এদেশে মানুষের মৃত্যু কম হয়েছে। তিনি আরো বলেন কমিউনিটি ক্লিনিকে ২৯ ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করার ফলে মানুষের স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে।
শুক্রবার (১২ আগষ্ট) দুপুরে ইসলামপুর উপজেলার পেচারচর ডাক্তারবাড়ি ডা. শহীদ মোতাহার দিলরোজ আক্তার কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্থর স্থাপনকালে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান,এমপি এসব কথা বলেন ।
জানা যায়, স্বাস্থ্য বিভাগের অর্থায়নে ২৮ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে এই ক্লিনিকটি নির্মিত হবে। একই সময় ডা. আবেদ সুফিয়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয়েরও ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (সুরক্ষা সেবা বিভাগ) ডাক্তার আতাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুল নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, , আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, উপজেলা প্রকৌশলী আমিনুর হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএএম আবু তাহেরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তি বর্গ।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।
১২.০৮.২০২২