বেড়া পাবনা প্রতিনিধি :
অফিসার ইনচার্জ বেড়া থানার নেতৃত্বে থানার এস আই আরিফুল ইসলাম সঙ্গীয় এ এস আই আনোয়ার হোসেন ও এ এস আই অমল চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্স সহকারে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১২ আগস্ট গভীর রাতে আনুমানিক ১ টা ৩০ মিনিট নতুন ভারেঙ্গা বাজারস্থ মোতালেবের মুদি দোকানের পাশে অভিযান পরিচালনা করিয়া ইয়াবা ও হেরোইন সহ ধৃত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় আসামিদের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ও ১.৫০ (এক পয়েন্ট পঞ্চাশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযুক্ত আসামি( ১) মোঃ হাফিজুল ইসলাম (২৭) পিতা - মৃত আশকার আলী গ্রাম - নতুন ভারেঙ্গা, থানা - বেড়া, জেলা - পাবনা। (২) মোঃ আঃ মতিন কামার পিতা- মৃত কলিম সেখ গ্রাম- নতুন ভারেঙ্গা,থানা বেড়া জেলা পাবনা। (৩) মোঃ ফারুক হোসেন পিতা আঃ লতিফ গ্রাম- আগ বাকশোয়া, থানা - বেড়া, জেলা - পাবনা। অভিযোগ রয়েছে উক্ত আসামিগন দীর্ঘ দিন যাবত মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিলো।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হইয়াছে। আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।