নিউজ ডেস্ক :
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরনো অংশে চকবাজারে একটি ভবনে আগুনে এ পর্যন্ত অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।
নিহতদের সবাই ভবনটির নীচ তলায় একটি রেস্তোরার শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
সোমবার দুপুরে চকবাজারের কাছে কামালবাগের দেবীদ্বার ঘাট এলাকার চারতলা একটি ভবনে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। তারা অন্তত দুই ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, চারতলা ভবনটির উপরের তলায় একটি পলিথিনের কারখানাও ছিল।
তিনি বলেন, কি কারণে আগুন লেগেছে এ বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নীচতলায় রেস্তোরার সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আসল কারণ জানার জন্য তদন্ত চলছে।
ভবনের ভেতরে আরও কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান চালানোর কথাও জানান তারা।
বলা হচ্ছে, যে ছয় জন আগুনে মারা গেছেন, তারা রেস্তোরার কর্মী এবং সেখানেই ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনের ধোঁয়ায় তাদের মৃত্যু হয়েছে।
নিহতদের লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।