মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
জাতির জনকের আজ ৪৭তম শাহাদত বার্ষিকী।১৫ আগষ্টের শোকাবহ দিবস স্বরণে ওয়ার্ড আওয়ামী লীগের ৩নং ইউনিটের আয়োজনে ও ওয়ার্ড আহব্বায়ক শ্রদ্ধেয় নেতা ইউনুস কোম্পানির সার্বিক সহযোগীতায় যথেষ্ট ধর্মীয় ভাবগাম্ভীর্যে জাতীয় শোক দিবস উদযাপন ও দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
(১৫ আগষ্ট)সোমবার বাদ আছর চট্টগ্রাম মহানগরী আওয়ামিলীগের ১৭ নং ওয়ার্ড পঃ বাকলিয়াস্থ মদিনা মসজিদে অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মদিনা জামে মসজিদের ইমাম মওলানা হাফেজ নুরুল কবির,মাহফিল সঞ্চালনায় ছিলেন মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল।
বক্তব্য রাখেন- চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ,আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাশেম চিশতি,চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুর রহমান,উপস্থিত ছিলেন ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম,সেক্রেটারি জাহাঙ্গীর আলম,সদস্য ইকবাল হোসেন,সাগর আলিসহ বিভিন্ন ইউনিট,ওয়ার্ড,থানার নেতৃবৃন্দ প্রমূখ।
মাহফিলে ১৫ আগষ্টের কালরাতে বঙ্গবন্ধুর পরিবারসহ আগষ্টের মাসে শহীদ সকলের প্রতি,বঙ্গবন্ধুর অনুগত অনুসারী,নীতি আদর্শে বিশ্বাসীদের এবং দেশপ্রেমিক আত্মোৎসর্গকারী,শহীদ সকলের প্রতি পরকালের নাজাত,রুহের নাজাত-মাগফেরাত চেয়ে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
মাহফিলে বক্তারা বলেন-আজ শোকের দিনে বাঙালি তাদের মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গভীর শ্রদ্ধার অকৃত্রিম ভালবাসাময় স্বরণীয় বরণীয় হয়ে থাকবে প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু।সেইসাথে
বাঙালির শোকের দিন।আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ৭৫সালের এই দিনে বাঙালি ইতিহাসের সবচেয়ে নির্মম নৃশংস হত্যাকাণ্ডে বঙ্গালী হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।দেশ হারায় প্রিয় নেতা জাতি হালো পথপ্রদর্শক।
স্বাধীনতাবিরোধী ঘাতকেরা বঙ্গবন্ধু ও সপরিবারে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।কর্মগগুনে তিনি বেচে থাকবেন যুগেযুগে দেশ-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কোটি বাঙালি জাতির গৌরবময় ইতিহাসে স্বাধীনচেতা মানুষের হৃদয়ে।