ইফতিয়াজ সুমনঃ সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিরামপুরে উকিল বাপের কু প্রস্তাবে প্রবাসীর স্ত্রী রাজি না হওয়ায় শিশু সন্তানকে অপহরণ করার হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উকিল বাপ কবির হোসেনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ মাধ্যমে জানা যায়, এক সন্তানের জননী হাজেরা বেগমের স্বামী প্রায় সাড়ে চার বছর যাবৎ মালয়েশিয়া থাকেন। এদিকে হাজেরা বেগমের শাশুড়ি গ্রাম পুলিশের চাকুরি করেন। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পরেই উকিল বাপ কবির হোসেন বিভিন্ন অজুহাত দেখিয়ে হাজেরা বেগমের বসতবাড়িতে যান। বাড়িতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন শাশুড়ির কাছে এসেছেন। এভাবে প্রায়েই আসেন। কয়েকদিন আগে খালি বাড়ীতে এসে হাজেরা বেগমকে কু-প্রস্তাব দেয়। রাজি না হলে তার শিশু সন্তানকে অপহরণ করার হুমকি দেয়। ভুক্তভোগী হাজেরা বেগম প্রতিবেদককে বলেন, কবির হোসেন আমার বিয়ের উকিল বাপ। উনাকে বাবার মত শ্রদ্ধা করি। আমার স্বামী বিদেশ থাকায় ৪ সন্তানের জনক লম্পট কবির হোসেন আমাকে কু-প্রস্তাব দেয়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় বিভিন্ন মোবাইল ফোন দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমি গৃহবন্দী অবস্থায় আছি। তাই পুলিশ প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি। কবির হোসেনের মোবাইল ফোনে বারবার ফোন করেও রিসিভ করেননি।তাই বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করে দেখলাম কম বেশি দুজনেরই দোষ আছে। কবির হোসেন লম্পট প্রকৃতির লোক। তাকে কেন হাজেরা বেগম প্রশ্রয় দেয়। বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব আমাকে অনুরোধ করেছেন। ওসি স্যারের সঙ্গে কথা বলে নিষ্পত্তি করার চেষ্টা করব।