নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মাধবদীর পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের চাচাতো ভাই আব্দুস সালাম হত্যা মামলার প্রধান আসামি হারুন অর রশিদ হারুন (৭০) মেম্বার’কে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। মঙ্গলবার (১৬) আগষ্ট এক গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হতে তাঁকে গ্রেফতার করা হয়। হারুন নরসিংদী জেলার মাধবদী থানাধীন ভাঙ্গারচর গ্রামের মৃত মন্তাজ উদ্দিন এর ছেলে। এবং ঘটনার পর হতে সে পলাতক ছিলো।
জানাগেছে, গ্রেফতারের দিন র্যাব-১১, সিপিসি-১ ও সিপিএসসি নরসিংদী এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার খিলগাঁও থানাধীন ত্রিমোহনী বেপারীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সেখান হতে তাঁকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে ০২টি মোবাইল, ০২টি সীমকার্ড ও ০১ টি অটো সীল প্যাড উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও বর্তমান মেম্বার হারুণ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে গত মঙ্গলবার( ৯ আগষ্ট) সকালে ব্যবসায়ীক কাজে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের চাচাতো ভাই আব্দুস সালাম(৪৮) পার্শ্ববর্তী উপজেলা আড়াই হাজারের গোপলদী বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে তার গতিরোধ করে মারধর করে টাকা ছিনিয়ে নেয় কতিপয় দূস্কৃতিকারী। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply