নিউজ ডেস্ক :
আবারো ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত সোমবার থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এক প্রজ্ঞাপনে ১৪ শতাংশের বেশি দাম বাড়ানোর কথা জানিয়েছে বিপিসি।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটারের দাম ৭৪ টাকা থেকে ১১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ টাকা। এতে খরচ বাড়বে সরকারি বিদ্যুৎ কেন্দ্রের। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র্রের মালিকরা নিজেরাই এই তেল আমদানি করে থাকে।
এর ফলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র্রের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি কার্যকর হবে না। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছাড়াও বিভিন্ন কারখানা, জাহাজ ও ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ফার্নেস অয়েল।
তবে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো নিজেরাই ফার্নেস অয়েল আমদানি করে উৎপাদনে কাজ চালায়। সেক্ষেত্রে বিভিন্ন সরকারি মিল-কারখানায় বিপিসির নির্ধারিত মূল্যের প্রভাব পড়বে না।
এর আগে, ২৫ মার্চ ১৯ শতাংশের বেশি দাম বাড়ানো হয়েছিল এই জ্বালানি তেলের। তখন প্রতি লিটারের দাম ৬৫ টাকা থেকে বেড়ে ৭৪ টাকা হয়। এ ছাড়া গত বছরের ৫ নভেম্বর প্রতি লিটারে প্রায় ১৭ শতাংশ বেড়ে দাম হয়েছিল ৬৫ টাকা।
Leave a Reply