সাগর মোড়ল তালা, সাতক্ষীরা
তালায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলার সকল ইউনিট কমিটির নেতাদের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে তালা তেঁতুলিয়া হাশেমী বাড়ি চত্বরে এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখ্ত।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্র সমাজের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান,তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শিক্ষক এম,এ আজিজ,সাধারণ সম্পাদক এ্যাডঃ জিল্লুর রহমান,সেতু পরিচালক ও জাপা নেতা মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ সহিদুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোল্লা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,সরুলিয়া ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম,মাগুরা ইউনিয়ন জাপার সভাপতি শেখ আব্দুল কাদের,সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,ইসলামকার্টি ইউনিয়ন জাপা নেতা মো: ইমরান হোসেন বাবু,জাপা নেতা মো: রহমত গোলদার,উপজেলা যুবসংহতির (ভারপ্রাপ্ত) সভাপতি এস,এম তকিম উদ্দীন,সাধারন সম্পাদক মোঃ আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ লিটন হুসাঈন,তেঁতুলিয়া ইউনিয়ন যুবসংহতির সভাপতি কাজী আছাদ,জালালপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি আব্দুল আলিম সরদার,যুবসংহতি নেতা মতিয়ার সরদার,মো: বাহারুল মোড়ল, নেয়ামত মোড়ল,উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু,জেলা কমিটির প্রচার সম্পাদক কাজী জীবন,তালা সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন,তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি শেখ ফয়সাল হোসেন,শ্রমিকনেতা আবুল কালাম, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টি ইভিএম এ ভোট গননায় বিশ্বাস না। যেকোন মূল্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিন ব্যাতিত ভোট অনুষ্ঠিত হতে হবে। এছাড়া, জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হলে শক্তিশালী সংগঠন দরকার। অক্টোবরে পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি সাতক্ষীরায় আসবেন। সভা সফল করতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির আহব্বান জানান। পরিশেষে তালা উপজেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক এস,এম আলাউদ্দীন সাহেবের রোগমুক্তি কামনায় দোয়ানুষ্টানের মধ্যদিয়ে বর্ধিত সভার সমাপ্তি হয়।