জাহিদ আহাম্মেদ
রাংঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
অদ্য ১৮.০৮.২২খ্রি. বৃহস্পতিবার দুপুর ২.০০ টার সময় হঠাৎ আকস্মিক টর্নেডোর তান্ডব লীলা দেখলো এলাকাবাসী।
গত কয়েক দিনের প্রচন্ড গরমে অতিষ্ঠ স্থানীয় জনগণ। হঠাৎ দুপূরের দিকে আকাশ মেঘাচ্ছন হয়ে পড়ে। মুহূর্তেই বৃষ্টির সাথে শুরু হয় প্রচন্ড ঝড়। এতে উপজেলার বড়বাইশদিয়া,রাংঙ্গাবালী,ছোট বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া, চর হালিম,ফেলাবুনিয়া,১২নং ডিগ্রী,কাটাখালী,মধুখালী বাধঘাট, কাজির হাওলা, ফুলখালী, গহীনখালী, কোড়ালিয়া, আমলিবাড়ীয়াসহ প্রায় ২০ টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ২০ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, পানের বর,লিচুসহ বিভিন্ন সবজির বাগান। বিদ্যুতের পোল ও বিভিন্ন গাছ ভেঙ্গে গেছে। ফলে ওই এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।
কাজির হাওলা গ্রামের শহিদ প্যাদা নামে একজন জানান-
হঠাৎ আচমকা ঝড়ো বাতাস টর্নেডো শুরু হয়,
আমার ৭০ হাজার টাকা দামের বড় একটি গাভী মারা জায়।
রাঙ্গাবালী গাববুনিয়া গ্রামের মোল্লা বাড়ির সামনে রাস্তার উপরে ৪/৫টি বড় বড় গাছ বিদ্যুৎ এর খুটি সহ তারের উপর পরে তার ছিরে গেছে।
রাংঙ্গাবালী পল্লী বিদ্যুৎ অফিসের ম্যানেজার তৌহিদ এলাহী বলেন-
ঝড়ে গাছ এবং বিভিন্ন জায়গায় বিদ্যুতের পুল হেলে পরেছে তাছাড়া ৩৩ কেভি লাইনের উপর গাছ পড়েছে আর তার ছিড়ে গেছে। আমাদের সব স্থানেই মেরামতের কাজ চলছে। সঠিক সময় বলা সম্ভব না তবে আগামী কালকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।