স্পোর্টস ডেস্ক :
পিএসজিতে সেরা তিন তারকার রসায়নটা মোটেও ভালো যাচ্ছে না। একজন বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের একজন ও সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, অন্যজন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র ও মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপের উদীয়মান তারকার পুরস্কার জেতা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
মূল সমস্যা এমবাপ্পেকে ঘিরেই। এই ফুটবলার পিএসজিতে নেইমার, মেসিকে প্রাপ্য সম্মান দিতে পারছেন না। তার সেই সকল আচারন ঠিকই ধরা পড়ছে প্রত্যেক ম্যাচের চিত্রেই। সবশেষ ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিজেকে পুরোপুরি দল থেকে বিচ্ছিন্নই করে ফেলেছিলেন ২৩ বছর বয়সী এ তারকা। দলের সবাই যখন একসঙ্গে কথা বলছিল, তখন এমবাপ্পে একাই দাঁড়িয়ে ছিলেন। এছাড়া একটি আক্রমণের সময় পাস না পাওয়ায় সরেই যান এমবাপ্পে।
এর চেয়েও বড় ঘটনা হিসেবে দাঁড়িয়েছে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে কথা কাটাকাটির বিষয়টি। সেই ম্যাচে দুইটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। প্রথমটির শট নেওয়ার আগে কাঁধ দিয়ে মেসিকে ধাক্কামতোন দেন এমবাপ্পে। পরে সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। এরপর দ্বিতীয় পেনাল্টির সময় নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এমবাপ্পে। শটটি করার জন্য এগিয়ে গিয়েছিলেন নেইমার। কিন্তু এমবাপ্পে চান তিনি শট করবেন। যা নিয়ে মৃদু বচসা হয় দুজনের। শেষ পর্যন্ত নেইমারই করেন শট এবং গোলও পেয়ে যান। তবে এমবাপ্পের এমন আচরণ ভুলতে পারেনি কেউ।
এ বিষয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনি। মাত্র ২২-২৩ বছর বয়সে এমবাপ্পে যে অহংকার দেখাচ্ছেন তা মোটেও সমীচীন নয় বলে মনে করেন রুনি। কেননা ২২ বছর বয়সে লিওনেল মেসির ঝুলিতে ছিল চারটি ব্যালন ডি অর শিরোপা। যেখানে এমবাপ্পের একটিও নেই।
দেদার স্পোর্টসে রুনি বলেছেন, ‘এখন ২২-২৩ বছরের খেলোয়াড় কি না মেসিকে কাঁধ দিয়ে ঠেলে দেয়। তার (এমবাপ্পে) চেয়ে বড় অহংকারী কাউকে দেখিনি। কেউ তাকে মনে করিয়ে দিন যে, মেসি ২২ বছর বয়সে চারটি ব্যালন ডি অর জিতে নিয়েছিল।’
Leave a Reply