জাহিদ হাসান রাঙ্গাবালী (পটুয়াখালী)
রাঙ্গাবালীতে দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) মনিরুল ইসলামকে আটক করেছে জনতা।পরে এসিল্যান্ড এর সাহায্যে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নতুন কর্মকর্তাকে চার্জ বুঝিয়ে দিয়ে বিদায় নিয়ে যাওয়ার সময় রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি অফিসের সামনে তাকে আটকে দেয়া হয়। এ সময় ঘুষের টাকা ফেরতের দাবিতে শতাধিক মানুষ রাস্তা আটকে দাঁড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সালেক মুহিদ তাৎক্ষণিক পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তহশিলদার মনিরুল ইসলামকে থানা হেফাজতে নিয়ে যায়।
এর আগে গত ১০ আগস্ট অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, পাওনা টাকা দাবি করে শতাধিক মানুষ তাকে আটকে রাখে। উত্তেজিত জনতার সঙ্গে ঝামেলা এড়াতে এসি ল্যান্ড পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
Leave a Reply