আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে যথাযথ মর্যাদা ও ভাব গাম্বীর্যের মধ্য দিয়ে শোকাবহ ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। রোববার (২১ আগস্ট) সকালে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
গৃহীত কর্মসূচির মধ্যে ছিল উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ আইভি রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে সভাপতিত্ব করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কর্মসূচিতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, সহ-সভাপতি কবি ইসমাইল হোসেন, সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ ও জাহাঙ্গীর আলম তোতা, সাংগঠনিক সম্পাদক আলফা আনোয়ার হোসেন ও রাহেনুল হক লুসা, উপ-প্রচার সম্পাদক মাস্টার ফণি ভূষণ মহন্ত, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসহেব কাক্কা, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, আওয়ামী লীগ নেতা কালাচাঁদ কুন্ডু, উপজেলা কৃষক লীগের সভাপতি শ্রী অমিত কুমার ব্যানার্জী বাপ্পী, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ মোস্তফা, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা যুব মহিলা লীগের নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুমুছা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের নেতা আহসান হাবীব প্রমুখ।
পরে এমপি উপজেলার রাইগাঁ কলেজ মাঠে রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রাইগাঁ কলেজের অধ্যক্ষ রাইগাঁ ইউপি চেয়ারম্যান ও রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ এতে সভাপতিত্ব করেন।