এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর ঝাউতলা মোড় থেকে হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল আরএমপি মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম।
এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল।
ঘটনা সুত্রে জানা যায়,২০ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষীপুর ঝাউতলা মোড় এলাকায় ০২ টিশিশু বাচ্চা কান্নাকাটি করছে।এসময় এসআই(নিঃ)/মোঃ আশরাফুল ইসলাম শিশু দুইটিকে বাসা কোথায় জিজ্ঞেস করলে তারা কোন কিছু না বলে শুধু কান্নাকাটি করতে থাকে। তাৎক্ষণিক আসে পাসে তাদের কোন আত্মীয় মা ত্থাকায় শিশু দুটিকে ডিবি অফিসে নিয়ে এসে শান্ত করে জিজ্ঞেস করলে তাদেরমধ্যে একজন জানায়,তারা তাদের মায়ের সঙ্গে ডাক্তার দেখানোর জন্য এসেছেন।
মেয়েটির নাম মোসাঃ উম্মে হাবিবা (০৭) অপরজন তার ছোট বোন মোসাঃ আদিয়া (০৩)। সে হাবিবুর রহমান ও মা -মোসাঃ নাজরীন আক্তার বলে জানায়।তবে কোন মোবাইল নম্বর বা ঠিকানা সঠিকভাবে বলতে পারে নাআশেপাশের প্যাথলজি ঘুরে অবশেষে দীর্ঘ ০৩ ঘন্টা খোঁজা-খুঁজির পর শিশু দুইটির মা নাজনীন আক্তারকে রাজশাহী এ্যাপোলোহাসপাতালের সামনে কান্নারত অবস্থায় পাওয়া যায়।
এসময় মা মোসাঃ নাজরীন আক্তার জানান যে,তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি তার মাকে চিকিৎসা করানোর জন্য রাজশাহী জেনারেল হাসপাতালে আসেন সাথে তার শিশু বাচ্চা দুইটিও ছিল।
তাদের পরিচিত মোঃ জহুরুল ইসলাম বাচ্চা দুইটিকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য দোকানে নিয়ে এসেছিল।অতঃপর আইসক্রিম কিনে দিয়ে বাচ্চা দুইটিকে রাজশাহী জেনারেল হাসপাতালের ভিতরে রেখে তার ব্যক্তিগত কাজে চলে যান।
মোসাঃ নাজনীন আক্তার মনে করেন শিশু দুইটি তার পরিচিত লোকের কাছে আছে এবং অপরদিকে পরিচিত লোকটি মনে করেন শিশু দুইটি তার মায়ের কাছে আছে। চিকিৎসা শেষে মোসাঃ নাজনীন আক্তার শিশু দুইটিকে তার নিকট নিয়ে আসার জন্য পরিচিত লোকটিকে ফোন দিলে সে বলে শিশু দুইটিকে অনেক আগেই হাসপাতালে রেখেচলে এসেছে।পরে তারাও শিশু দুইটিকে খোঁজা-খুঁজি শুরু করে।
শিশু দুইটিকে কোলে ফিরে পেয়ে মোসাঃ নাজনীন আক্তার অত্যন্ত খুশি এবং উচ্ছ্বসিত তিনি ডিবি পুলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।