আন্তর্জাতিক ডেস্ক :
সন্ত্রাসবিরোধী আইনে যে কোন মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে তার বাড়িতে জড়ো হয়েছেন তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই নেতাকর্মীরা।
রাষ্ট্রবিরোধী উসকানির অভিযোগে অনলাইন ও টেলিভিশনে ইমরানের বক্তব্যের ভিডিও ব্লক করার রেশ না কাটতেই রোববার রাতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
ইসলামাবাদের বানি গালায় ইমরানের বাসভবনের বাইরে অবস্থান নেয় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় সোমবার ভোরে পিটিআই শীর্ষ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীসহ একাধিক শীর্ষ নেতা গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে টুইট করেন।
এমন পরিস্থিতিতে ইমরানের বাসভবনের সামনে জড়ো হন দলের শীর্ষ নেতা ও সমর্থকরা। ধারণা করা হচ্ছে, গ্রেফতার এড়াতে লাহোর বা খাইবার পাকতুনখোয়া প্রদেশে চলে গেছেন তিনি। সম্প্রতি রাওয়ালপিণ্ডির ফাতেমা জিন্নাহ পার্কের জনসভায় দেশের স্বার্থে চোরদের সমর্থন না দেয়ার আহ্বান জানান ইমরান।
নিরপেক্ষ ভূমিকা রাখার অনুরোধ জানান বিচারবিভাগের প্রতি। সেই জনসভায় পুলিশ ও আইনজীবীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে ইসলামাবাদের মারগাল্লা থানায় এই মামলা হয়। সূত্র: বিবিসি,দ্য গার্ডিয়ান