সুমন খন্দকার, ইসলামপুুর (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুুরে ২০২১-২০২২ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিরতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকতা মু.তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস.এম জামাল আব্দুন নাছের বাবুল।
স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ এ.এল.এম রেজুয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, কৃষক মোঃ দেলদুয়ার প্রমুখ।
বক্তার বলেন কৃষি সমৃদ্ধি দেশে বিগত দিনের চেয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের মাঝেও কৃষি বিপ্লব ঘটছে বলে বক্তারা দাবি করেন। পরে প্রধান অতিথিসহ সকলে কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সুমন খন্দকার
ইসলামপুুর জামালপুর
২৫.০৮.২০২২