এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে পিসবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী অটো মেকানিক তানোর সদর গ্রামের সাইফুল ইসলামের পুত্র নাঈম হোসেন (২৮)'র মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে তানোর থানা মোড়ের দক্ষিনে তানোর এন্টার প্রাইজের সামনের রাস্তায়। ঘাতক ট্রাকটিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। অপরদিকে লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, তানোর রাজশাহী সড়কের থানা মোড়ের দক্ষিনে তানোর এন্টার প্রাইজের সামনে পিসবাহী ট্রাক তানোর থানা মোড়ের দিকে আসছিলো এবং মটরসাইকেল আরোহী গোল্লা পাড়া বাজারের দিকে যাচ্ছিলো।
এসময় ট্রাকের সাথে মটরসাইকেলটি বেধে গিয়ে পেছনের চাকার নিচে পড়ে যায়। তবে, চলন্ত ট্রাকের নিচে পড়ে মটরসাইকেলসহ আরোহীকে ছেচড়ে প্রায় ১০ থেকে ১২ ফিট নিয়ে যায়, এতে নাঈদের শরীর বিভিন্ন অংশের থেতলে যায়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ট্রাকটি থানায় আটক রাখা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।