সুনামগঞ্জ প্রতিনিধিঃ
গত ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক ও সম্পাদক লন্ডন প্রবাসী ম. জয়নুল আবেদীন রোজ-এর সম্পাদিত "মুজিব দ্য গ্রেট" এবং "বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব" গ্রন্থ দু'টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাইব্রেরীতে স্থান পায়।
গ্রন্থ দু'টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাইব্রেরীয়ান সুপারিনটেনডেন্ট ডঃ মু. মনিরুজ্জামান গ্রহণ করেন। তিনি ২৪ আগস্ট বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বই দুইটি পৌঁছে দেন। বই দুইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য পারিজাত প্রকাশনী থেকে। মুজিব দ্য গ্রেট প্রকাশিত হয় ২০২১ এ এবং বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব প্রকাশিত হয় ২০২২ গ্রন্থ মেলায়। প্রকাশক শওকত হোসেন লিটু বলেন, প্রকাশের পর থেকেই বই দুটি ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে।
এখনো বিভিন্ন লাইব্রেরীতে এবং রকমারী ডট কম থেকে নিয়মিত বিক্রি হচ্ছে। লেখক ও সম্পাদক ম. জয়নুল আবেদীন রোজ বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আমার কষ্ট সার্থক হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার সম্পাদিত "মুজিব দ্য গ্রেট" এবং বঙ্গমাতাকে নিয়ে "বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব" জননেত্রী শেখ হাসিনার হাতে পৌঁছাতে পেরে খুবই গর্ববোধ করছি।
তিনি আরো বলেন, আমি বিভিন্ন সময় কবিতা, গল্প, উপন্যাস ও গবেষণামূলক গ্রন্থ পাঠকদের উপহার দিয়েছি। আশা করি সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে আগামীতে আরো সুন্দর সুন্দর লেখা উপহার দিতে পারবো। লেখক ও প্রকাশকের পক্ষে বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার রাজা মিয়া বই দুটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাইব্রেরীয়ান সুপারিনটেনডেন্টের হাতে তুলে দেন। উল্লেখ্য, মুজিব দ্য গ্রেট গ্রন্থটি সম্পাদনায় সহযোগিতা করেন কবি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া।