নিউজ ডেস্ক :
দেশে হৃদরোগে প্রতিদিন ২০০-২৫০ জন রোগী মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মৃত্যুর হারের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, প্রথম যে কয়টি রোগের কারণে মানুষ মৃত্যুবরণ করে। তার অন্যতম কারণ হচ্ছে হৃদরোগ। তবে দেশে এখন যে অসংক্রামক ব্যধিগুলো হচ্ছে, তাতে দেশের ৬৭-৭০% লোক মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হৃদরোগের চিকিৎসায় বিরাট ভূমিকা রেখে চলছে। কোনো এক সময় সংক্রামক ব্যধি দ্বারা হাজার হাজার লোক মারা যেত। যেখানে কলেরা, ডায়রিয়া প্রাদুর্ভাব হতো, সেখানে পুরো গ্রাম হাহাকার হয়ে যেত। বর্তমানে এই রোগগুলো নিয়ন্ত্রণে রয়েছে।