বুলবুল হাসান,বেড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনা জেলার বেড়া থানাধীন ৫ নং বিট নতুন ভারেঙ্গা ইউনিয়ন এলাকার রাকসা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা বৃহস্পতিবার ২৫ আগস্ট বিকাল ৫ ঘটিকায় সময় অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং বাড়ি বাড়ি আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন, সেবা নিন এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে (ওসি) আসাদুজ্জামান সকলের উদ্দেশ্য বলেন পুলিশ কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদকের গডফাদার কে চিহ্নিত করে আইনে সোপর্দ করা হবে। জুয়ার কারণে অনেকই সর্বশান্ত হয়েছে মোবাইলের মাধ্যমে এটা করা হচ্ছে। এগুলো বন্ধে সামাজিক উদ্যোগ নিতে হবে। এ সময় বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন মাদকদ্রব্যের কুফল, সামাজিক মাধ্যমে টিকটিক ভিডিও নির্মাণের নামে অপসংস্কৃতি রোধ করা, শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, স্মার্ট ফোনের অপব্যবহার রোধকল্পে করণীয়, পারষ্পারিক সম্মানবোধ, প্রেম করে ঘর ছাড়া, পরিবারে মা বাবার প্রতি কর্তব্য, র্যাগিং এর নামে কোন অশ্লীল আচরণ থেকে বিরত থাকা, অযথা আড্ডা, লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার বিষয়ে করণীয় এবং অপরাধ হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকা আহবান জানান। সমাজের বিশৃংখলা সৃষ্টি না হয় সেদিন দিয়ে সকলকে সচেতন থাকতে হবে। বাজারে সিসি ক্যামেরা স্থাপনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন বলেন, আপনারা আমাদের সাহায্য করেছেন এবং সেটা অব্যাহত রাখবেন। সমাজের সবাই অপরাধী নয়, যারা অপরাধ করে তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন।
বিট পুলিশিং সভার সার্বিক দায়িত্ব পালন করেন বিট অফিসার এস আই আরিফুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।