আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হেল্প লাইন হ্যালো নওগাঁর আয়োজনে উপজেলার নওহাটা মোড়ে এ মানববন্ধন পালিত হয়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুরের বিশিষ্ট চলচিত্র পরিচালক, নাট্যকার ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, দৈনিক প্রথম সংবাদ এর সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, নওহাটা মোড় বাজার বনিক সমিতির সধারণ সম্পাদক ফরহাদ হোসেন, হেল্প লাইন হ্যালো নওগাঁর সদস্য জাকির হোসেন, সুইট হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বক্তারা বলেন, চকগৌরীহাট থেকে বাবলাতলী পর্যন্ত নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে গত তিন মাসে শিক্ষক, স্বামী-স্ত্রী, বাবা-ছেলেসহ ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনার জন্য অবৈধ মাটিবাহি ট্রাক্টর ও সরু ব্রিজকে দায়ী করেন তারা। বক্তারা অবিলম্বে মহাসড়কে অবৈধ মাটিবাহি ট্রাক্টর চলাচল বন্ধ ও সরু ব্রিজ সম্প্রসারণের দাবি জানান।
Leave a Reply