ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ১নং রুহিয়া এবং ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলাদা আলাদা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রুহিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা কৃষকদলের সভাপতি আইনুল হক, যুবদলের সাধারন সম্পাদক আবু শাহীন, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
অপর দিকে ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রমানাথ বাজারে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ২০নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রুহিয়া থানা বিএনপি'র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আনছারুল হক, রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া থানা যুবদলের সভাপতি আনার আলী, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের জালানি তেল, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ৩০ আগস্ট ১নং রুহিয়া এবং ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত বিক্ষোভ সমাবেশ সফল করতে বিএনপি'র সকল স্তরের নেতাকর্মীদের আহবান জানান বক্তারা।