পিরোজপুর প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন কে জন্মদিনের সুভেচ্ছা দিতে গিয়ে জাতীয় পার্টি থেকে পদহারিয়েছনপিরোজপুরের মেহেদী। জানাগেছে ইন্দুরকানী উপজেলার বালিপারা ইউনিয়নের মোঃ মেহেদী হাসান জাতীয় পার্টি কেন্দ্রূীয় কমিটির সদস্য। এ তথ্য কালের কন্ঠকে তিনি নিজেই নিশ্চিত করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় ২৫ আগস্ট তাকে বহিস্কৃত করার চিঠি প্রদান করে কেন্দ্রীয় কমিটি চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতীয় পার্টির আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কৃত করা হয়েছে। চিটিতে আরও উল্লেখ করা হয়েছে ইসলামবিরোধী নাস্তিক তসলিমা নাসরিনের সাথে তার সম্পৃক্ততা আছে বলে প্রকাশ পায় ২৫ শে আগস্ট তসলিমা নাসরিনের জন্মদিনের শুভেচ্ছা জানান তার ফেসবুক ওয়ালে। তসলিমা নাসরিন ইসলামবিরোধী নাস্তিক ও দেশত্যাগী তার সাথে সংযোগ থাকার কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে।বাংলাদেশের মানুষ যেহেতু তসলিমা নাসরিনকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলেই জানেন তাই তার জন্মদিনে তার নিজ ওয়ালে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এটা অমার্জনীয় অপরাধ বলে সবার কাছে গণ্য হয়েছে।তাই তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই বহিস্কৃত করেছেন জনাব হোসাইন মোহাম্মদ এরশাদ এর নিজ হাতে গড়া জাতীয় পার্টি।
এ ঘটনার সত্যতা স্বীকার করে মেহেদী বলেন। তসলিমা নাসরিন একজন গুনি সাহিত্যিক। আমি তার বেশ কিছু বই পড়েছি, তার সব লেখাই বিতর্কিত না। পর্টি বহিস্কার করলে আমার কি করার থাকে।
পিরোজপুর সংবাদদাতা
Leave a Reply