এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহী তানোর থানার চৌকস পুলিশ টিমের অভিযানে এবার আটক হলেন চার বছর ধরে ঢাকাতে আত্মগোপনে থাকা শ্রী যোগেন্দ্র মন্ডল ও তার স্ত্রী শ্রীমতি চায়না মন্ডল । রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের দিকনির্দেশনায় ও তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে ২৬ আগষ্ট ডিএমপি ঢাকার অন্তর্গত তুরাগ থানার কামারপাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া দীর্ঘ দিনের মুলতবী ০৬ ( ছয় ) টি GR - W / A পরোয়ানা মূলে স্বামী / স্ত্রী ০৪ ( চার ) বছর ধরে আত্মগোপন করিয়া থাকা শ্রী যোগেন্দ্র মন্ডল @ প্রদীপ , পিতা - ব্রজেন মন্ডল শ্রীমতি চায়না মন্ডল , স্বামী - শ্রী যোগেন্দ্র মন্ডল @ প্রদীপ , থানা তানোরকে আটক করা হয় ।
একি দিনে তানোর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা সহ । মোঃ আঃ রহমান ( ৪৫ ) , পিতা - মৃত আবুল হোসেন , সাং - নয়টিপাড়া মোঃ আবু জার ( ২৫ ) , পিতা - মৃত আনিছুর রহমান , সাং কলমা , উভয়দের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয় । অপর দিকে ০১ ( এক ) বছরের সাজা প্রাপ্ত CR- W / A সাজা পরোয়ানা মূলে আসামীঃ ৩। মোঃ মমিনুল ইসলাম , পিতা - মোঃ হারুনুর রশিদ , সাং - দাঙ্গাপাড়া ও মোঃ আলমগী হোসেন @ সোহেল , পিতা - মোঃ আনছার আলী , সাং - পারিশো মিরাপুর , থানা - তানোরকে আটক করা হয় ।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার সাথে কথা হলে তিনি জানান , সর্ব মোট সাজা সহ ০৮ ( আট ) টি গ্রেফতারী পরোয়ানা মূলে আটক করা হয় । উপরোক্ত আসামী ০৬ ( ছয় ) টি GR - W / A পরোয়ানা মূলে স্বামী / স্ত্রীকে ঢাকা হইতে গ্রেফতার করিয়া থানায় আনা হয় ২৭ আগষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।