সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।
রোববার (২৮ আগস্ট) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএএম আবু তাহের।
দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর আতিকুর রহমান সুজন এর সঞ্চালনায়।
বক্তব্য রাখেন, ইসলামপুর এম এ সামাদ পারভেজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, জেজেকেএম গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, একাডেমিক সুপারভাইজার মামুনুর রশিদ, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কোভিড-১৯ প্রতিরোধ ঝুকি নিরূপণ যোগাযোগ জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ কোভিড কিভাবে ছড়ায়,কোভিড এর লক্ষণ,কোভিড এর ঝুঁকিতে কারা এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সুমন খন্দকার
ইসলামপুর জামালপুর
২৮-০৮-২২