এস এম-নুর
পিরোজপুর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে বিএইচএমএস চিকিৎসক আজিজুর রহমানকে নামের পূর্বে ডাক্তার লেখার কারণে প্রশাসন কর্তৃক হয়রানির প্রতিবাদে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ আগস্ট সকাল ১০ ঘটিকায় পিরোজপুর জেলায় সকল হোমিও চেম্বার বন্ধ রাখা হয়েছে এবং পিরোজপুর স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কর্তৃক এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি ডাক্তার অরবিন্দ রায়, ও জেনারেল সেক্রেটারি ডাক্তার শামছুল হুদা, সহ-সভাপতি আলহাজ্ব ডাক্তার আতিকুর রহমান আতিক,সহ সভাপতি ডাক্তার পরিমল সাহা, ডাক্তার মিন্টু লাল বেপারী, ডাক্তার সুভাষচন্দ্র গুহ, ডাক্তার উজ্জল কুমার গুহ, ডাক্তার আতিকুর রহমান, ডাক্তার জাকারিয়া তানভীর,
ডাক্তার সোহাগ শেখ,ডাক্তার রোকনুজ্জামান খান, ডাক্তার শৈলেন্দ্রনাথ রায়,ডাক্তার মামুন খান,
ডাক্তার সুব্রত কুমার হালদার,
ডাক্তার সঞ্জয় ডাকুয়া,ডাক্তার শাহাদাত হোসেন,ডাক্তার শাহ আলম, ডাক্তার মো আবু জাফরসহ
অন্যান্য ডাক্তারগন।
হোমিও ডাক্তারদের ন্যায্য অধিকার ও সন্মান পাওয়ার দাবিতে বিভিন্ন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন চার বছরের ডিপ্লোমা কোর্স ডিএইস এমএস এক বছরের ইন্টার্নিসহ পাঁচ বছর লেখাপড়া করে সারা বাংলাদেশে জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছি। গ্রাম কিংবা শহরে সকল জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় রোগীরা ভাল হচ্ছে। যদি আমরা নামের পূর্বে ডাক্তার পদবী লেখতে না পারি তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডিপ্লোমা করবো কেন? আমরা এটা সরকার প্রধানের কাছে এর একটি সুষ্ঠু সমাধান চাই। সভায় হোমিও ডাক্তারদের ভবিষ্যতে হয়রানি করা হলে তীব্র আন্দোলনের ও ডাক দেয়া হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
পিরোজপুর সংবাদদাতা
Leave a Reply