মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের জন্য মাদারবাড়ীর ব্লু-বেরী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা
আজ (২৮ আগষ্ট)রবিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী যুগিচাঁদ মসজিদ লেইনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ,মেয়াদ বিহীন বেকারী পণ্য সংরক্ষণ, বেকারীতে কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সার্টিফিকেট না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় ব্লু-বেরী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।